ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্প্রতি এ সংবর্ধনা দেওয়া হয়। 

রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২, বাংলাদেশের কর্ণফুলী জোনের ১৩টি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ১২ মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।  

রোটারি জোনাল কর্ডিনেটর মেহরাজ তাহসীন শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত।

বিশেষ অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২, বাংলাদেশ এর- ডিস্ট্রিক্ট গর্ভনর অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী।  

অনুষ্ঠানে বাংলাদেশ ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও শহীদ জায়া বেগম মুশতারী শফী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), মরহুম এস এম মুতুর্জা হোসেন (মরণোত্তর), মরহুম মীর রমজান আলী (মরণোত্তর), ইঞ্জিনিয়ার হরেন্দ্র কুমার নাথ, মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা, অধ্যাপক ড. এ এফ ইমাম আলী, কমোডর (অব.) এম এনামুল হক, মো. মনোহর আলী (সিরাজ),  মো. ইউনুস, মাহমুদুর রহমান এবং আলেয়া চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

রোটারির ডেপুটি গর্ভনর মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. মাঈনুল ইসলাম মাহমুদ, রোটারিয়ান আবু আজমল পাঠান, ফারজানা হক রূপসা, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, মরহুম আতাউর রহমান খান কায়সারের মেয়ে মুনিজা আয়েশা খান, রোটারিয়ান আরশাদ চৌধুরী, রোটারিয়ান নোটন প্রসাদ ঘোষ, রোটারিয়ান মীর মোতাহের হাসান, রোটারিয়ান তানভীর শাহরিয়ার রিমন, রোটারিয়ান মঞ্জুর কাদের, রোটারিয়ান রাশেদ, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান সুধাংশু কুমার, রোটারিয়ান রেদুওয়ানুল করিম তুষার, রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী, রোটারিয়ান ব্যারিস্টার ফয়সাল দস্তগীর প্রমুখ।  

সংবর্ধনায় সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম মুতুর্জা হোসেনের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  
 
যৌথভাবে আয়োজক ক্লাবগুলো হচ্ছে- রোটারি ক্লাব অব এনসিয়ান চিটাগাং, রোটারি ক্লাব অব চিটাগাং এলাইন্স, রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্ট্রোকেট, রোটারি ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগাং কসমোপলিটন, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ, রোটারি ক্লাব অব চিটাগাং হিল টাউন, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং সুগন্ধা ও রোটারি ক্লাব অব মেট্টোপলিটন চিটাগাং।     

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।