ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোটারীর সিএসআর ফান্ডে এএনজেড'র অনুদান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রোটারীর সিএসআর ফান্ডে এএনজেড'র অনুদান রোটারীর সিএসআর ফান্ডে এএনজেড'র অনুদান

চট্টগ্রাম: রোটারী জেলা ৩২৮২ এর সিএসআর ফান্ডে অনুদান দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ডেভলপার প্রতিষ্ঠান এএনজেড প্রোপার্টিস লি.।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এএনজেড’র চট্টগ্রাম অফিসে রোটারী গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরীর হাতে সিএসআর অনুদানের প্রথম কিস্তির ৫০ হাজার টাকা হস্তান্তর করেন এএনজেড এর প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন।

এসময় রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রেজা করিম, ট্রেজারার পিপি মো: মনিরুজ্জামান, এক্সিকিউটিভ গভর্নরস এইড পিপি আমিন সোহেল, এএনজেড প্রোপার্টিস এর মীর মোয়াজ্জেম হোসেন এবং মঈনউদ্দীন হাসান মুরাদ উপস্থিত ছিলেন।

এএনজেড প্রোপার্টিস ২০১৭-২০১৮ রোটা বছরে রোটারী জেলা ৩২৮২ এর সিএসআর পার্টনার হিসাবে কাজ করছে। ইতিমধ্যে নগরীর পূর্ব নাসিরাবাদে রোটারীর বয়স্ক শিক্ষাকেন্দ্র স্থাপনে অর্থায়ন করেছে এএনজেড।

এছাড়া রোটারীর এন্ড পোলিও ক্যাম্পেনেও কাজ করেছে এএনজেড ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।