ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সদরঘাটে মাটিচাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সদরঘাটে মাটিচাপায় শ্রমিক নিহত

চট্টগ্রাম: মাম টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনের নিচতলার কাজ করতে গিয়ে মাটিচাপায় জামশের আলী (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জামশের কিশোরগঞ্জ জেলার নিকলীর শান্তিপুর গ্রামের মো. বাচ্ছুর ছেলে।
 
জেলা পুলিশ মেডিকেল টিম-১‘র এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, নির্মানাধীন একটি ভবন মাটি কাটার কাজ চলছিল।
সেখানে কাজ করার সময় মাটিচাপা পড়ে এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।