ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ডিসেম্বর ২৮, ২০১৭
ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (২৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদুর রহমান বাংলানিউজকে জানান, পাঠানিয়া গোদা এলাকার সিস্টেম পাড়ার একটি নির্মাণাধীন চার তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন নির্মাণশ্রমিক ইব্রাহিম।

তিনি ভোলার চরফ্যাশনের রফিজ মোল্লার ছেলে।

বেলা সোয়া একটায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।