ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলক সরকারের জন্যে বিএফইউজে সভাপতি ও মহাসচিবের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
পুলক সরকারের জন্যে বিএফইউজে সভাপতি ও মহাসচিবের শোক সাংবাদিক পুলক সরকার

চট্টগ্রাম: সাংবাদিক পুলক সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পুলক সরকারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পুলক সরকার দৈনিক নয়াবাংলা, বিভিন্ন সংবাদ সংস্থায় সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি একটি বেসরকারি টেলিভিশনে কাজ করছিলেন।

বিএফইউজে নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বাংলানিউজকে জানান, পুলক সরকারের অসহায় পরিবারের জন্য বিএফইউজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।    

সাংবাদিক পুলক সরকার আর নেই

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।