ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

থেমে থাকা মাইক্রোবাসে চলন্ত গাড়ির ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
থেমে থাকা মাইক্রোবাসে চলন্ত গাড়ির ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম: সীতাকুণ্ডে থেমে থাকা মাইক্রোবাসকে অপর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মো. হাসান (২৩) নামে এক গাড়ির সহকারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টায় সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান বড় কুমিরার রহমতপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

আহতরা হলেন, শাহিদা খানম (৫০), হাসিনা বেগম (৪৫), মো. ফয়সাল (২৮) , জিনিয়া সুলতানা (২০), মো. মোজাম্মেল হক (৬০) ও আবুল কাশেম (৬০)। তারা সবাই মীরসরাই থানার বড়তাকিয়া এলাকার বাসিন্দা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে আরেকটি মাইক্রোবাস পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ওই সহকারি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মাইক্রোবাস দুটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, হাসান নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়:১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।