ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০৬ জন দরিদ্রকে ৪১ লাখ টাকা সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
১০৬ জন দরিদ্রকে ৪১ লাখ টাকা সহায়তা হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সহায়তার অর্থ তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্ বিমোচন প্রকল্পের উদ্যোগে ১০৬ জনকে ৪১ লাখ ৮২ হাজার টাকা সহায়তা করা হয়েছে।

সম্প্রতি নগরের জেলা পরিষদ মিলনায়তনে বেকার, পুঁজিহীন, কর্মক্ষম এসব ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে কলের লাঙ্গল, অটোরিকশা, হাঁস-মুরগীর খামার, ছাগল পালন, সেচ পাম্প, সিএনজিচালিত ট্যাক্সি, ধান মাড়াইয়ের মেশিন, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, নৌকা ও জাল কেনার জন্য এসব টাকা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অলিরা নির্দিষ্ট কোন জাতির নয়, সমগ্র সৃষ্টির কল্যাণ সাধনে নিয়োজিত থাকেন।

তারা সব সময় মানুষকে সত্য, শান্তি, ঐক্য এবং কল্যাণের পথ বাতলে দেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই উপকৃত হন তাদের দ্বারা।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এ পর্যায়েরই একজন মহান অলিয়ে কামেল, যিনি সারাজীবন মানুষের দুর্দশা লাঘবে ব্যয় করেছেন।

দারিদ্র্ বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা, কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মোরশেদুল হক, এস জেড এইচ এম ট্রাস্ট সচিব এ এন এম এ মোমিন, মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, চবি আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. আল্লামা মোহাম্মদ নুর হোসাইন, অধ্যাপক এ ওয়াই এম জাফর, আল্লামা শায়েস্তা খান আল-আজাহারী, পর্ষদ সহ-সভাপতি কাজী শাহরিয়ার মাহমুদ (মনির), মোহাম্মদ আবদুল মান্নান, আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।