ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য সাহাবুদ্দীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য সাহাবুদ্দীন মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দীন

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দীন। গত ২২ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত অনুমোদিত কমিটির চিঠি থেকে এই তথ্য জানা যায়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন বলেন, এর ফলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হলো। বয়সে প্রবীণ হলেও দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।

 

কমিটির চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম এবং সদস্য সচিব হলেন মৃনাল কান্তি দাশ এমপি। মোট ৩০ সদস্যের এই কমিটিতে ১২ জন এমপি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, বুদ্ধিজীবী পরিবারের সন্তান, আওয়ামী লীগের নেতা স্থান পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।