ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৯৬ মামলা, জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, জুলাই ২৩, ২০২১
চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৯৬ মামলা, জরিমানা আদায় ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯৬টি মামলা ও ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।  

শুক্রবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

 

এসময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বাংলানিউজকে বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।