ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নের কারণে নাগরিক ভোগান্তি, দুর্ঘটনা কাম্য নয়: মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
উন্নয়নের কারণে নাগরিক ভোগান্তি, দুর্ঘটনা কাম্য নয়: মেয়র রেজাউল

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ের মাজার গেইটসংলগ্ন নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়ার (২০) নিখোঁজ ও মরদেহ উদ্ধারের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে মেয়র বলেন, আধুনিক নগর গড়তে উন্নয়ন করতে হবে।

উন্নয়ন কর্মকাণ্ড যে-ই করুক, এ কারণে নাগরিক দুর্ভোগ ও ভোগান্তি হবে এটা প্রত্যাশিত না। চট্টগ্রাম নগরীতে করপোরেশনসহ যেসব সেবা প্রতিষ্ঠান উন্নয়ন কাজ করছে তাদের সবার মধ্যে সমন্বয় না হলে ভবিষ্যতেও এধরনের ঘটনা আরো ঘটবে।
 

তিনি সেহেরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ জন্য দুঃখ প্রকাশ করেন।  

মেয়র এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কারণে ক্ষতিগ্রস্ত আগ্রাবাদ থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত সড়ক অবিলম্বে সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করেন।  

তিনি এ ব্যাপারে করপোরেশনের পক্ষ থেকে চউককে সার্বিক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন।  

এ সময় স্থানীয় কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক ও ফরহাদুল আলম মেয়রের সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।