ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুক কমেন্টস দেখে ফুটপাত দখলমুক্ত করলেন মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
ফেসবুক কমেন্টস দেখে ফুটপাত দখলমুক্ত করলেন মেয়র রেজাউল চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টস দেখে জরুরি ভিত্তিতে ফুটপাতের ওপর বসানো লোহার সিঁড়ি অপসারণ করে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।  

জানা যায়, নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আসাদ সোমবার (৪ অক্টোবর) ফেসবুকে কমেন্টস করে জানান একটি ফুটপাতে লোহার সিঁড়ি বসিয়ে দখল করার ঘটনা।

স্থানীয় ভবন মালিক ৫ ফুট চওড়া ফুটপাতের ৩ ফুট দখল করে লোহার সিঁড়ি বসিয়েছিলেন। এতে ওই ফুটপাতে পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
অনেকে শিশুদের নিয়ে বাধ্য হয়ে মূল সড়কে হাঁটাচলা করতেন।  

বিষয়টি নজরে আসার পর সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্দেশনা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগকে। নির্দেশ পেয়ে মঙ্গলবারই (৫ অক্টোবর) সিটি করপোরেশনের কর্মীরা এসব লোহার সিঁড়ি উচ্ছেদ করেন। এতে দখলমুক্ত ও চলাচলের জন্য নিরাপদ হয় ফুটপাতটি।  

চসিক সূত্রে জানা গেছে, নগরের সব ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।