ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে অনুপস্থিত ৩১ শতাংশ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, অক্টোবর ২৩, ২০২১
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে অনুপস্থিত ৩১ শতাংশ  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।

সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বাংলানিউজকে জানান, পরীক্ষায় ৯ হাজার ৯০৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৬ হাজার ৮৬৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৯ দশমিক ৩৬ শতাংশ।

এছাড়া অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৪ জন। যা মোট পরীক্ষার্থীর ৩০ দশমিক ৬৪ শতাংশ।  

এদিকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় চবিতে অংশ নিয়েছেন  ৬ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী।

এদিন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি আমরা। ঢাবির পরীক্ষায় জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।