ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভুয়া চিকিৎসক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, অক্টোবর ২৫, ২০২১
ভুয়া চিকিৎসক আটক ভুয়া চিকিৎসক আমির-ই-আজম খাঁন

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে আমির-ই-আজম খাঁন (৫৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৭। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।

তিনি জানান, নগরের দেওয়ানহাট এলাকায় আমির-ই-আজম খাঁন ফার্মেসি খুলে দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসা দিয়ে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেন।

দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে নিরীহ রোগীদের কাছ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দিয়ে আসছেন।  তাদের কাছ থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।