ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসেত মজুমদারের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
বাসেত মজুমদারের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক  অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার

চট্টগ্রাম: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আব্দুল বাসেত মজুমদারের কাছে দেশের আওয়ামী পরিবারগুলো আজীবন ঋণী থাকবে। বিএনপি - জামায়াতের ২০০১-০৬ সালে আর ‘এক-এগারোর’ সময়ে বাসেত স্যার ছিলেন আদালত প্রাঙ্গণে আমাদের আশা ভরসার প্রতীক।

তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবার দুঃসময়ের একজন পরীক্ষিত নেতা হারালো।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।