ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম: সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কাজের উদ্বোধন করেন তিনি।

 

এসময় উপমন্ত্রী ছাত্র-ছাত্রীদের মনোজাগতিক এবং দার্শনিক পরিবর্তনে অ্যাকাডেমিক পড়াশুনার পাশাপাশি জীবনের প্রায়োগিক দিকসমূহের সঙ্গে ওরিয়েন্টেশনের ওপর গুরুত্বরোপ করেন।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফর এসময় উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।