ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিধিনিষেধ প্রতিপালনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বিধিনিষেধ প্রতিপালনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম: করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার জারিকৃত বিধিনিষেধ তদারকিতে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন তারা।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরের পাহাড়তলী বাজার, অলংকারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

মুখে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২টি মামলায় জরিমানা আদায় করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা।

 এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা তৈরিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।  

সুবল চাকমা বাংলানিউজকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের পাহাড়তলী বাজার, অলংকার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি মামলা দেওয়া হয়। এছাড়াও মাস্ক বিতরণের পাশাপাশি তাদেরকে সর্তক করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।