ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রকাশিত হলো  ড. অরুণ বিকাশের গ্রন্থ ‘নৈতিক সাংবাদিকতা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জানুয়ারি ১৯, ২০২২
প্রকাশিত হলো  ড. অরুণ বিকাশের গ্রন্থ ‘নৈতিক সাংবাদিকতা’

চট্টগ্রাম: তরুণ প্রাবন্ধিক ও সাংবাদিক অরুণ বিকাশ দে’র গবেষণামূলক গ্রন্থ ‘নৈতিক সাংবাদিকতা’ প্রকাশিত হয়েছে।

ছয়টি গবেষণাধর্মী প্রবন্ধের সংকলন গ্রন্থটিতে সংবাদ এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয়।

গ্রন্থের প্রচ্ছদ করেছেন শিল্পী আজিজুল কদির। এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ।
এরআগে ২০১০ সালে তার প্রথম গ্রন্থ ‘গণিত বনাম যুক্তিবিদ্যা’ প্রকাশিত হয়।  

অরুণ বিকাশ দে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ইথিকস বিষয়ে এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কলেজের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার’র চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত আছেন ২০১০ সাল থেকে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।