ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুঁড়িয়ে দেওয়া হলো রেলের জায়গায় অবৈধ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
গুঁড়িয়ে দেওয়া হলো রেলের জায়গায় অবৈধ দোকান ...

চট্টগ্রাম: এনায়েত বাজার বাটালি রোডে রেলওয়ের জায়গায় গড়ে তোলা অবৈধ ১৬টি সেমিপাকা দোকান দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২২ মালিকের ১৬টি দোকান ভেঙে দেওয়া হয়।  

অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান, রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

 

মো. মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বাটালি রোডের ৭৬৫ নম্বর বাসার সামনে ২২ দখলদার অবৈধ স্থাপনা তুলে বসবাস করে আসছিল। পুলিশের ২৬ জন, আরএনবির ১৫ জন সদস্য অভিযানে সহায়তা করেন। যেখানে অবৈধ স্থাপনা আছে, সেখানে অভিযান অব্যাহত থাকবে।

এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ২৬ জন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ১৫ জন সদস্য।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।