ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওষুধ পাচারে জড়িত চমেক হাসপাতাল কর্মচারী বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
ওষুধ পাচারে জড়িত চমেক হাসপাতাল কর্মচারী বরখাস্ত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ পাচারে জড়িত কর্মচারী আশু চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের সময় হাতেনাতে দুজনকে আটক করেন আনসার সদস্যরা।

পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশু’র বাসা থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে পুলিশ।
আটক দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, সরকারি কর্মচারী হওয়ায় চাকরির বিধান অনুযায়ী আশু চক্রবর্তীকে (৩২) সাময়িক বরখাস্ত করে আটকের পরদিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আদেশ জারি করে হাসপাতাল প্রশাসন।  

আশু ২৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন। অপরজন মো. সৈয়দ (৫০) বহিরাগত বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন জানিয়েছেন তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বিভিন্ন জেলার গ্রামের ফার্মেসিতে বিক্রি করতেন। ওষুধ চোর চক্রের সঙ্গে জড়িত অনেকের নামও জানা গেছে। আমরা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।