ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ বোর্ড অব ট্রাস্টির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
সিআইইউ বোর্ড অব ট্রাস্টির সভা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান তৌহিদ সামাদ।

চট্টগ্রাম: আন্তর্জাতিক পরিমণ্ডলে বাস্তবমুখী শিক্ষার কদর বাড়ছে। তাই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী কোর্স-কারিকুলামের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সদস্যরা।

 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে অনলাইনে অনুষ্ঠিত চতুর্থ বোর্ড অব ট্রাস্টির সভায় এসব কথা জানান তারা। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।


 
এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও ক্যাম্পাসে গুণগত শিক্ষার প্রসার বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি মো. আমিনুজ্জমান ভূঁইয়া, প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, দিলরুবা আহমেদ, এ কাইয়ুম খান, মো. আমিন হেলালী, ইসমাইল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর  রেজা খান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।