ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের সূতিকাগার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের সূতিকাগার ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, ভাষা আন্দোলনের পথ ধরেই পরবর্তী সব আন্দোলন-সংগ্রামের ডালপালা গজিয়েছিল। একুশের চেতনার প্রসারিত প্রভাব থেকেই ৬ দফা, ছাত্রদের ১১ দফা।

এগুলোর সম্মিলিত ফলাফলই ৬৯ এর গণজাগরণ। তার পরিণামে ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
তাই ৫২ এর ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সাতকানিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি আরও বলেন, ভাষা আন্দোলনের ৭০ বছর অতিক্রম হলেও এখনও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রকৌশলী পারভেজ সরোয়ার, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ উন নবী খোকন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তালেব আলী মন্ডল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।