ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ৮ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে মারামারিতে ৮ জন আহত হয়েছে।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

আহতরা হলেন- বোরহান উদ্দিন (২৬), রিয়াজ (১৯), মো. সুলতান (১৯), প্রিন্স দাশ (১৯), মো. রাকিব (২০), এসএম ইব্রাহীম (২০), জনি দাশ (২১) ও নুর আলম (২২)।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে আহত ৮ জনকে দুপুর দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তির পর তাদের চিকিৎসা দেওয়া হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বাংলানিউজকে বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।