ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বিত্তবানদের প্রতি অনুরোধ  দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
‘বিত্তবানদের প্রতি অনুরোধ  দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান’

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন,  করোনার কালো থাবা আর অভাবের কারণে অনেক মানুষের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য। এ অবস্থায় সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উত্তর আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক শাহেদ হোসেন টিটুর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবসেবা।

এটা সওয়াবের কাজও বটে। বস্ত্র দান করলে আল্লাহতায়ালা তাকে জান্নাতের পোশাক দান করবেন।

শাহেদ হোসেন টিটুর সভাপতিত্বে ও মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর জাহেদা বেগম পপি, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ, মহানগর যুবলীগ সদস্য সাখখাওয়াত হোসেন সাকু, তানভীর আহমেদ রিংকু, মো. জাহাঙ্গীর, ওয়াহিদুল আলম শিমুল, মাকসুদুর রহমান মাসুদ, মো. আজিম, রুবেল আহমেদ বাবু, সৈয়দ সাদ্দাম, মো. আশরাফ, ইয়াসিন আরাফাত বাপ্পী, ইকবাল হোসেন জিকু, জুইঁ সুলতানা, সাবিহা সুলতানা, রাইসুল মাহমুদ, মো. মহিউদ্দিন, তুহিন বাবু, মো. আশফাকুর রহমান, মো. ইমন ইমু, মো. ওবায়দুর রহমান তুহিন, তৌহিদুল আলম, সাহাব উদ্দিন জুয়েল, আলিফ খান, আরিফুল ইসলাম, রিপন বিশ্বাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ানি ২২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।