ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বে ওয়ান জাহাজে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
বে ওয়ান জাহাজে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ক্রুজ শিপ বে ওয়ানে মাত্রাতিরিক্ত ধোঁয়ার কারণে ইঞ্জিন বন্ধ রাখার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়।

আধঘণ্টা চলার পর জাহাজের পঞ্চম তলায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা।

জাহাজে থাকা মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু বাংলানিউজকে জানান, পঞ্চম তলায় ধোঁয়া দেখেছি।

ইঞ্জিন বন্ধ। তবে জেনারেটর চালু থাকায় বাতি জ্বলছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক কাজ করছে।  

তিনি জানান, সাগরে মোবাইল নেটওয়ার্ক না থাকায় খোঁজও নিতে পারছি না।

বে ওয়ান পরিচালনার দায়িত্বে থাকা কর্ণফুলী শিপ বিল্ডার্সের একজন কর্মকর্তা রাত ২টায় বাংলানিউজকে জানান, জাহাজের একটি ইঞ্জিনে এয়ার লক হয়েছে। এখনি যাত্রা শুরু করবে।


বাংলাদেশ সময়ঃ ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।