ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোকালয়ে উদ্ধার মেছোবাঘ বনাঞ্চলে অবমুক্ত  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
লোকালয়ে উদ্ধার মেছোবাঘ বনাঞ্চলে অবমুক্ত   ...

চট্টগ্রাম: হাটহাজারী থানার চারিয়া ইউনিয়নের লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মেছোবাঘ সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মেছোবাঘটি বন বিভাগের কর্মকর্তারা অবমুক্ত করেন।

বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, চারিয়া ইউনিয়নের ওমদা মিয়া সওদাগরের বাড়ি এলাকায় একটি মেছোবাঘ দেখতে পান স্থানীয় লোকজন। বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা মেছোবাঘটি আটক করেন।

পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় এটি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।