ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিস্ফোরক মামলায় কারাগারে যুবদল নেতা রাশেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
বিস্ফোরক মামলায় কারাগারে যুবদল নেতা রাশেদ ...

চট্টগ্রাম: নগরের সরদঘাট থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সদরঘাট থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. রাশেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সবুজ তালুকদার বাংলানিউজকে বলেন, সদরঘাট থানার ২০১০ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে হাজির হয়ে রাশেদ জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

যুবদল নেতা মো. রাশেদকে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ৩ , ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।