ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালকের ৫ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালকের ৫ মাসের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: ভোগ্যপণ্য ব্যবসা প্রতিষ্ঠান ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ৫ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।  তারা হলেন- ইলিয়াছ ব্রাদার্স লিমিটেড পরিচালক শামসুল আলম, মো. নুরুল আলম, মো. নুরুল আবছার, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম।

রোববার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।

অর্থঋণের মামলায় গত ১৮ নভেম্বর একই আদালত ৫ মাসের কারাদণ্ড দেন এই ৫ জনকে।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ১৮৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৫৭৩ টাকার দাবিতে মামলাটি করা হয়। জারি মামলা নম্বর ৯৩/১৫।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার মামলায় ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ৫ পরিচালকের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সময়ের আবেদন নামঞ্জুর করে ৫ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।