ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশের ক্ষতি করে ১৬ প্রতিষ্ঠান গুনলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
পরিবেশের ক্ষতি করে ১৬ প্রতিষ্ঠান গুনলো জরিমানা

চট্টগ্রাম: পরিবেশের ক্ষতিসাধন করায় ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।

মঙ্গলবার (১৫ মার্চ) পরিবেশ অধিদফতরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, নিষিদ্ধ  এলাকায় ইট ভাটা স্থাপন করায় কক্সবাজারের এইচ বি এম ব্রিক্স, কুমিল্লার ইউনাইটেড ব্রিক্স, চৌদ্দগ্রামের হুমায়ুন ব্রিক্স, এস এস বি ব্রিক্স, সাকুরা ব্রিক্স, দীনা ট্রেডার্স, মাহবুবুর রহমান ব্রিক্স, এম এম আর ব্রিক্স, সালমা ব্রিক্স, সংসার ব্রিক্স, এস এন হাদি ব্রিক ফিল্ড, কক্স ইন এসোসিয়েট ব্রিক্সকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে রামুর নীপা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জারিমানা করা হয়।

 

অন্যদিকে, ছাড়পত্র না থাকায় মনোয়ারা হাকিম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, কক্সবাজার ৬০ মেগা ওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রকে ২ লাখ টাকা এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।  

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদফতরের আইন অনুযায়ী বেশ কিছু নিষিদ্ধ এলাকা রয়েছে। যার নির্দিষ্ট দূরত্বের ভিতরে ইটভাটা স্থাপন করা যাবে না। তারপরও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অভিযোগে কক্সবাজার ও কুমিল্লার ১৩ ইটভাটাকে জরিমানা করা হয়। এছাড়া পরিবেশের ছাড়পত্র না নিয়ে প্রতিষ্ঠান স্থাপন করায় আরও দুই প্রতিষ্ঠান ও অবৈধ বালি উত্তোলনের অভিযোগ এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারায় ক্ষতিপূরণ আরোপ করা হয় বলে জানায় তিনি।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।