ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বিশ্ব গণিত দিবস’ পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বিশ্ব গণিত দিবস’ পালিত

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের উদ্যোগে পালন করা হয়েছে আন্তর্জাতিক গণিত দিবস।

সোমবার (১৪ মার্চ) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য  অধ্যাপক ড. অনুপম সেন।  
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, গণিত একটি মৌলিক বিষয়।
এটি ছাড়া বিজ্ঞানের অগ্রগতি সম্ভব নয়। মানবজীবনের প্রায় সকলক্ষেত্রে অপ্টিমাইজেশনের ব্যবহার এক রকমের স্বভাবজাত হয়ে উঠেছে। প্লেটোর অ্যাকাডেমি যেটি প্রায় আটশত বছর স্থায়ী ছিল সেখানে একটি নোটিশ লাগানো ছিল, যাতে লেখা ছিল ‘যে গণিত জানেনা তার এ অ্যাকাডেমিতে প্রবেশ নিষেধ’।  

নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমরা এ বিভাগ থেকে ডিগ্রী অর্জন করে প্রত্যেকে অন্তত দশজন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে গণিতের প্রেরণা তৈরী করে দিতে পারলে আমাদের সমাজে শিক্ষা ও গবেষণা অগ্রগতি সাধিত হবে।

বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. গনেশ চন্দ্র রায়, প্রিমিয়ার ইউনিভার্সিটি ট্রেজারার অধ্যাপক এ কে এম তফজল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।