ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধা মাস্টারদা সূর্যসেনের স্মৃতিসৌধে ছাত্রলীগের শ্রদ্ধা

চট্টগ্রাম: বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকীতে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়ায় মাস্টারদা সূর্য সেনের স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরন নবী সাহেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো. সাজ্জাদ আলম, নুর মোহাম্মদ সানি, দিদারুল আলম শাহিন, মো. তারেক, আফতাব উদ্দীন তাহসিন, শাহাদাত হোসেন আবিদ, ফাহিম শাহ, মাহির আল ফয়সাল, কাজী তফসির, মো. ইমরান, আমিনুল ইসলাম রোহান, রিয়াজ উদ্দীন মুন্না, হাসান সামির, ফরহাদ আরফিন, মেহেদি হাসান, আজিম উদ্দীন আহাদ, রাখান আরব প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ সভাপতি মো. নূরন নবী সাহেদ বলেন, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেনের জন্মদিন আজ।

১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি নিজ বিপ্লবী দলের কর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন ‘মাস্টারদা’ নামে। ছাত্রদরদি শিক্ষক হিসেবে তার খ্যাতি ছিল কিংবদন্তিতুল্য।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২২ মার্চ, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।