ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির মূল ফটকে ছাত্রলীগের তালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
চবির মূল ফটকে ছাত্রলীগের তালা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সিএনজি চালকের সঙ্গে তর্কের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ।  

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বাংলানিউজকে বলেন, আজকে দুপুরে আকিব জাবেদ নামে আমাদের একটা ছেলেকে সিএনজি চালক মারধর করছিলো। এছাড়া শুনেছি গতরাতে কায়সার অনিন্দ্য ও আনিকা রিয়া নামে আমাদের দুই কর্মীর মোবাইল নিয়ে গিয়েছিল সিএনজি থেকে।

এর প্রতিবাদেই তারা আন্দোলন করেছে এখন। আমি ওদের সঙ্গে কথা বলেছি।

সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের একটা ছেলের সঙ্গে কোনও এক সিএনজি ওয়ালার সঙ্গে ঝামেলা হয়েছিল। এর ঝের ধরে ওরা গেইটে তালা দিয়েছে। তবে ওরা কোনও অভিযোগ দেয়নি আমাদের কাছে। আমরা অভিযোগ দিতে বলেছি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।