ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রাম: রাস্তা পার হওয়ার সময় মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় কাঞ্চন মালা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল পৌন ১১ টার দিকে খুলশী থানাধীন টাইগারপাস ৪ নম্বর গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কাঞ্চন মালা খুলশী থানার টাইগারপাসের কুয়ারপাড় এলাকার ৬ নম্বর বিল্ডিংয়ের পাশে থাকেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, একটি গাড়ির ধাক্কা ৬০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত হয়।

পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে আসা হলে, চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে ওই ওয়ার্ডেই চিৎসাৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।