ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে চবি ছাত্রলীগ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে চবি ছাত্রলীগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ বিজয়ের কর্মীরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের সামনে ঘটনার সূত্রপাত হয়।

পরে দুই পক্ষের মধ্যে সোহরাওয়ার্দী ও আলাওল হলের রাস্তায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, বিজয় গ্রুপের কর্মীরা আলাওল হল ও এফ রহমান হল থেকে মিছিল নিয়ে বের হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয় পরিবহন দফতরের সামনে পৌঁছালে নিজেদের মধ্যেই কথা কাটাকাটি হয়। এ জেরে সোহরাওয়ার্দী হলে থাকা বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে আলাওল হলের দুইটি রুমও ভাংচুর করে এক পক্ষ। তবে এ ঘটনা সংঘর্ষে রূপ নেওয়ার আগে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বাংলানিউজকে বলেন, বন্ধুবান্ধবের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়েছিল। বিষয়টি তখনই সমাধান হয়ে গেছে।  

বিজয় গ্রুপের আরেক নেতা জাহিদ আওয়াল বাংলানিউজকে বলেন, আমি বাড়িতে আছি। এমন কিছু শুনিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিজয় গ্রুপের ছেলেদের মধ্যে হাতাহাতি হয়েছিল। আমরা পুলিশ নিয়ে সেখানে গিয়েছি। পরে তারা নিজেদের মধ্যে মীমাংসা করেছে। কেউ আহত হওয়ার খবর পাইনি।  


বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।