ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
শাহ আমানতে সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট ও ড্রাই ট্যোবাকো জব্দ করা হয়েছে।  

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী জানান, মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ায় শারজাহ থেকে আসা ফ্লাইট (জি ৯৫২২) অবতরণ করে।

যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ থাকার বিষয়টি ধরা পড়ে।  

সন্দেহজনক লাগেজের ঢাকনা খুলে মোহাম্মদ তৈয়বের কাছ থেকে ২৪০ মিনি কার্টন সিগারেট ও ৪০ পিস ড্রাই ট্যোবাকো এবং মোহাম্মদ হারুন রশীদের কাছ থেকে ২০০ মিনি কার্টনে ইজি ব্রান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই ট্যোবাকো (পারফিউম সল্ট নিকোটিন) পাওয়া যায়।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।