ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে চায় চট্টগ্রাম ওয়াসা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে চায় চট্টগ্রাম ওয়াসা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে চলমান শুষ্ক মৌসুম ও রমজানে মহানগরের পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মডস জোনগুলো তদারকি করা হবে। এজন্য ৪টি কন্ট্রোল রুম ও ১৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

তিনি বাংলানিউজকে বলেন, পানির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিটি ট্রিটমেন্ট প্লান্টকে ধারণক্ষমতার সর্বোচ্চ পানি সরবরাহে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যেহেতু গরম পড়ছে তাই পানি পেতে যাতে গ্রাহকদের কোনও সমস্যা না হয়, এজন্য সব সরবরাহ লাইনগুলো ঠিক আছে কি-না মনিটরিং করেছে ওয়াসা। যাতে উঁচু স্থানে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে জন্য গেট বাল্বগুলো মেরামত করা হয়েছে।

তিনি বলেন, তারপরও কোনও এলাকায় যদি পানি সংকটের অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক পানি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫টি গাড়ি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।