ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষা উপমন্ত্রীর পক্ষে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
শিক্ষা উপমন্ত্রীর পক্ষে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ ...

চট্টগ্রাম: রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের ব্যবস্থাপনায় কলেজ ক্যাম্পাসের লিচুতলায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভুইঞা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিপ্লব কুমার দত্ত, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইমাম সাদেক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মুসলিমদের জন্য সিয়াম সাধনার ও আত্মশুদ্ধির মাস।

এ মাসে মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা হচ্ছে বড় ইবাদত। কলেজ ছাত্রলীগ প্রতিবছরের মতো এ বছরও কলেজের কর্মচারী ও আশপাশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলোই হোক ছাত্রলীগের মূল লক্ষ্য।

কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, রমজান মাসে সাধারণ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ শিক্ষা আমারা পেয়েছি মহিউদ্দিন চৌধুরীর কাছ থেকে। আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয়ের নির্দেশনায় আমরা প্রতি রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ছাত্রলীগের সৃষ্টিই হয়েছে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য।

সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সবসময় সাংগঠনিক ও জনকল্যাণমুখী কাজ করে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কাইছার, অনিক সোহেল, সোহেল রানা, মুবিনুল ইসলাম, কাজী শাবনাজ, জাহিদ হাসান সাইমন, জিয়াউদ্দীন  আরমান, আব্দুল্লাহ আল সাইমুন, মনির রিহান, সাজ্জাদ আব্দুল্লাহ, নিরব মামুন, অর্ণব দেব, জামসেদ উদ্দিন, ওয়াহিদুর রহমান সুজন, সেফায়েত হোসাইন রাজু, সোয়াইবুল ইসলাম, মোহাম্মদ জুবায়ের, মুবিনুল হক সাব্বির, শহিদুল ইসলাম, আজিজুল হাকিম মাসুক, আরাফাত জয়, মোজাহিদুল ইসলাম, আবু মোস্তফা আসিফ, আব্দুল মালেক রুমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।