ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উত্তর পাঠানটুলীতে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
উত্তর পাঠানটুলীতে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে শিক্ষা উপমন্ত্রীর সৌজন্যে এবং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ এর ব্যবস্থাপনায় গরীব রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে স্থানীয় দীন মোহাম্মদ কনভেনশন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য দোস্ত মোহাম্মদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত আলী, ইদ্রীস কাজেমী, ওয়ার্ড সালিশী কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনোয়ার খান, সদস্য মোস্তাফিজুর রহমান, আমানত খান, মিন্টু, মো. হারুন।

এছাড়া ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট এ আওয়ামীলীগের সভাপতি নিয়াজ আহম্মদ খান, বি ইউনিটের সাধারণ সম্পাদক হাজি ইদ্রিস, সি ইউনিটের সভাপতি সামশুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান মোহসেন, ইলিয়াস, ফজলুল রব খান মিঠু, এনামুল হক সাজ্জাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জাহেদ, যুবলীগ নেতা মো. হেলাল, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী রানা, ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম খান, মনির, ওশাহিদুল আলম, গনি সোহেল, ওয়ালিদুল আজিম সোহেল, রাশেদ, রফিকুল ইসলাম, আনিসুর রহমান রনি, ডবলমুরিং থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হায়দার, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, ছাত্র সংসদের জিএস ইবনে জামান ডায়মন্ড, ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমল খান রাকিব, বিতর্ক সম্পাদক আজাদ হোসেন অপু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন, আব্দুল আহাদ কায়সার, হোসেন আরশাদ, নিজাম উদ্দীন, হাসান জামিল জেমি, ছাত্রলীগ নেতা শিবলু, ইমন, নাবিল রানা, আকাশ খান, ইফতু, নিলয় চৌধুরী, শাহরুখ রিয়াদ প্রমুখ।

শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৭ কোটি মানুষের মায়ে পরিণত হয়েছেন। রোহিঙ্গাদের জন্য যতটুকু সম্ভব দুই হাত বিলিয়ে কাজ করছেন। সেজন্য সারা পৃথিবীতে তিনি প্রশংসিত। সাধারণ মানুষের জন্য তাঁর চিন্তা। আগে আমাদের দেশের মানুষ এক কাপড়ে চলতো, এক বেলা ভাত খেতে কষ্ট হতো। এখন কমপক্ষে আমাদের দুই বেলা ভাত জুটে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে।  প্রধানমন্ত্রী গরীব-দুখীর পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা বঙ্গবন্ধুর নীতি-আদর্শ নিয়ে রাজনীতি করে তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।