ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আমাদের স্বপ্ন’র ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
‘আমাদের স্বপ্ন’র ইফতার সামগ্রী বিতরণ  ইফতার সামগ্রী বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: সামাজিক সংগঠন ‘আমাদের স্বপ্ন’র উদ্যোগে গরিব দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

নগর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে নগর যুবলীগ নেতা দিদারুল আলম, নাজমুল হক ডিউক, ওয়াহিদুল আলম শিমুল, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রুবেল আহমদ বাবু, জাফর উল্লাহ মজুমদার, শরীফুল ইসলাম মিয়াজী, রায়হানুল কবির শামীম, ইফতেখার পথিক, সানজীদ, আবির, রানা, আমিনুল ইসলাম শাওন, সালাউদ্দিন আকাশ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ২৫০ জনকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।