ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চ্যাম্পিয়ন হওয়ার আশায় পাহাড়ের ৩ বলী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
চ্যাম্পিয়ন হওয়ার আশায় পাহাড়ের ৩ বলী ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: দুই বছর পর শুরু হয়েছে ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা। বলীখেলা ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ।

দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেক দর্শণার্থী। এবারের বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়ার আশায় পার্বত্য জেলা থেকে এসেছেন ৩ জন বলী।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ মেলা উদ্বোধন করেন।

তপন চাকমা, বাবুধন চাকমা ও সৃজন চাকমা খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া পৌরসভা এলাকা থেকে এসেছেন।  

সৃজন চাকমা বাংলানিউজকে বলেন, আমরা যে কোনও জায়গায় গেলে আমাদের গুরু তপন চাকমার সঙ্গে যাই। এ পর্যন্ত তার নেতৃত্বে ৫টি ট্রফি আমরা জিতেছি। এখানেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশায় এসেছি।

তপন চাকমা বাংলানিউজকে বলেন, আমরা ৩ জন বলী এসেছি। আমরা যেখানেই খেলা, একসঙ্গে যাই। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে এসেছি আমরা।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।