ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রবি ঠাকুরের অমর সৃষ্টি বাঙালিকে উজ্জীবিত করে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ৮, ২০২২
রবি ঠাকুরের অমর সৃষ্টি বাঙালিকে উজ্জীবিত করে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

চট্টগ্রাম: সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, বাঙালির নানা সংকট, আনন্দ-বেদনার সন্ধিক্ষণে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী অমর সৃষ্টিগুলো শক্তি সাহসে উজ্জীবিত করে।  

মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রোববার (৮ মে) সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে নগরের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে আলোচনায় অংশ নেন সহ সভাপতি আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দীপন দাশ, নগর সভাপতি রাজীব চন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্য মুস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, ইমরান হোসেন মুন্না, সোহেল ইকবাল, কোহিনূর আকতার, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, এসএম রাফি, আশরাফুল ইসলাম খান, প্রদীপ দাশ, ফারজানা আকতার, এম জিয়াউদ্দিন, এরশাদ হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

প্রধান আলোচক বেদার বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে উন্নীত করার পাশাপাশি বাঙালির মেধা মননে উৎকর্ষ সাধন এবং স্বাধিকার স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে প্রভূত সাহস সঞ্চার করে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।