ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ২১, ২০২২
আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকার আটটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

শনিবার (২১ মে) বিকেলে প্রায় দুই ঘণ্টা সমসাময়িক বিষয় এই বৈঠক করা হয়।

 

ব্যবসায়ী নেতৃবৃন্দের মূল দাবি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা কোনভাবেই যেন ব্যবসায়ীদের এলাকায় প্রবেশ না করে। ব্যবসায়ী সমিতিগুলো পূর্ব থেকে যেভাবে নিরাপত্তা শ্রমিক দিয়ে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে আসছে সেভাবেই নিয়ন্ত্রিত হবে।

 

সভায় পুলিশের পক্ষ থেকে আইন ও নীতিমালা অনুযায়ী সকল ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশকে আশ্বস্ত করেন, পরবর্তীতে যে কোন বিষয়ে পুলিশকে অবগত করবেন।  
সভায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ২১ মে, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।