ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রঙ্গীপাড়ার ফুড ফেয়ারকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মে ২৬, ২০২২
রঙ্গীপাড়ার ফুড ফেয়ারকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা চসিকের অভিযান

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারিপণ্য উৎপাদন এবং কারখানায় কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না করায় আগ্রাবাদ রঙ্গীপাড়ার ফুড ফেয়ারের কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অভিযানে রঙ্গীপাড়া কাঁচাবাজার এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১০টি বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৩৬ হাজার ৮২০ টাকা, আয়কর বাবদ ২৭ হাজার ও ভ্যাট বাবদ ৩ হাজার টাকা আদায় করা হয় এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি দেওয়ার দায়ে ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।