ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ আ জ ম নাছিরের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ৫, ২০২২
সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ আ জ ম নাছিরের আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা ও নিহতদের পরিবারের সহযোগিতায় দলমত-নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৫ জুন) বিকেলে মধ্যপ্রাচ্য থেকে প্রেরিত এক বার্তায় তিনি এ অনুরোধ জানিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার ফ্লাইটে তিনি সপরিবারে দুবাই সফরে চট্টগ্রাম ত্যাগ করেছেন।  

তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ভাবে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি।

আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দুর্ঘটনার খবর শোনার পর গতকাল মধ্যরাত থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক খোঁজখবর রেখে চলেছেন। তাঁর নির্দেশনায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে শ্রম মন্ত্রণালয় থেকে নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা করে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১ লাখ টাকা করে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে সহযোগিতা ব্যবস্থা করা হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। নগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।