ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গলায় ফাঁস দিয়ে চট্টগ্রামে শিক্ষকের আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, জুন ২৯, ২০২২
গলায় ফাঁস দিয়ে চট্টগ্রামে শিক্ষকের আত্মহত্যা  জয় চ্যাটার্জি

চট্টগ্রাম: কর্ণফুলী থানার ফয়েজনগর এলাকায় জয় চ্যাটার্জি (৫০) নামে এক স্কুলশিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৯ জুন) বিকেলে ইমাম সাহেবের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জয় চ্যাটার্জি পটিয়া থানার গুয়াতলী এলাকার শান্তি প্রিয় চ্যাটার্জির ছেলে। তিনি কর্ণফুলী থানার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিল।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়েছে জয় চ্যাটার্জি। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৮ঘণ্টা, জুন ২৯ , ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।