ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতরা বন্যার্তদের ১০ টন পণ্য দেবেন: ফারাজ করিম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, জুন ২৯, ২০২২
ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতরা বন্যার্তদের ১০ টন পণ্য দেবেন: ফারাজ করিম  ফারাজ করিম চৌধুরী।

চট্টগ্রাম: দেশে বন্যা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।  

বুধবার (২৯ জুন) পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের বেশি পরিবারে ত্রাণ সরবরাহ করেছেন তিনি।

তা ছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০টি ও কুড়িগ্রামে ১৫০টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১০০টি গরু দেওয়ারও উদ্যোগ নিয়েছেন।
 

বুধবার (২৯ জুন) নেত্রকোণা ও কিশোরগঞ্জের আরো ২ হাজার পরিবারে ত্রাণ নিয়ে গিয়েছেন তিনি। এরই মধ্যে ঢাকায় অবস্থিত ওআইসির তালিকাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা সিলেটের বন্যার্ত মানুষের জন্য ১০ টন পণ্য দেবেন বলে জানা গেছে।  

গত ২৭ জুন নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় ফারাজ করিম চৌধুরী বলেন, ঢাকায় অবস্থিত ওআইসির তালিকাভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা আমাদের দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন। তারা আমাদের ১০ টন পণ্য দিয়ে সহযোগিতা করতে চান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২৯ জুন, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।