ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী গরুর বাজারে লাল বাদশা’র দাম ৫ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০২২
কর্ণফুলী গরুর বাজারে লাল বাদশা’র দাম ৫ লাখ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী গরুর বাজারে কুষ্টিয়া থেকে ১৫টি কোরবানির গরু বিক্রি করতে এসেছেন রোজদার মণ্ডল। গরুগুলোর দাম আড়াই থেকে সাড়ে চার লাখ টাকা।

তবে একটি গরুর দাম চাইছেন বেশি।

১২ মণ ওজনের গরুটির নাম ‘লাল বাদশা’।

দাম ৫ লাখ টাকা। গরুটি দেখতে বাকলিয়ার নূরনগর হাউজিং এলাকায় অস্থায়ী গরুর বাজারে আসছেন ক্রেতা-দর্শনার্থীরা।    

রোজদার মণ্ডল বলেন, ‘গত দেড় বছর ধরে গরুগুলোকে যত্ন করে বড় করেছি। আশা করছি সবগুলো গরু বিক্রি করতে পারবো। লাল বাদশা’র দাম বেশি, তাই সবাই দরদাম করছে। ৫ লাখের কমে বিক্রি করবো না’।

নগরে ৩টি স্থায়ী ও ৪টি অস্থায়ী বাজারে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। বিগত বছরের তুলনায় এখনও বাজারে গরুর সংখ্যা কম, ক্রেতাও তেমন নেই। এছাড়া বাজারগুলোতে এখনও চলছে খুঁটি বসানো, শামিয়ানা টাঙানোর কাজ।

কর্ণফুলী গরুর বাজারের ইজারাদার প্রতিষ্ঠানের পরিচালক এস এম মোরশেদুর রশিদ বলেন, বেচাকেনা জমে উঠেনি। জাল নোট শনাক্ত করার মেশিন, ভেটেরিনারি চিকিৎসকের বুথ বসানোর কাজ চলছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় এখানে র‌্যাব-পুলিশের টহল থাকবে।  

নগরে তিনটি স্থায়ী হাট রয়েছে। সেগুলো হচ্ছে- সাগরিকা বাজার, বিবিরহাট ও পোস্তারপাড় ছাগলের হাট। নতুন অনুমোদন পাওয়া অস্থায়ী হাটগুলো হলো- কর্ণফুলী গরুর বাজার, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন হাট, দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কসংলগ্ন খালি মাঠ ও পতেঙ্গা লিংক রোড সংলগ্ন খেজুর তলা মাঠ।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা,  জুলাই ০২, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।