ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, আগস্ট ৯, ২০২২
হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু 

চট্টগ্রাম: হাটহাজারীতে তেলবাহী ওয়াগনের নীচে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারীর আলীপুর নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাদ্রাসা ছাত্র শাহাদাৎ সিলেটের সুনামগঞ্জ এলাকার মো. জসিমের ছেলে। শাহাদাৎ হাটহাজারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটি পর আলিপুর রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। এসময় তেলবাহী ট্রেনে নিচে কাটা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হাটহাজারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, দুপুরে তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।  ধারণা করছি রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।