ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, আগস্ট ১৪, ২০২২
নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন  ...

চট্টগ্রাম: নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখে নাঙ্গলকোট আউটারে আসলে লোকোমোটিভের চাকা হটএক্সেল হয়ে আগুন ধরার ঘটনা ঘটে।  

রোববার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নাঙ্গলকোট আউটারে হঠাৎ আগুন ধরে যায়। পরে ট্রেন থামিয়ে তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় আগুন নিভিয়ে ফেলেন ট্রেনের ক্রু।

এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনকে লাকসাম স্টেশনে ১ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। চট্রলা ট্রেনটি লাকসাম আসে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, ছেড়ে গেছে ৭টা ৫ মিনিটে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনসার আলী বাংলানিউজকে বলেন, ক্ষয়ক্ষতি হয়নি। একটু আগুন লেগেছিল সেটা চালকরা নিভিয়ে ফেলেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।