ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘সি’ ইউনিটে ৪ ভাগের ৩ ভাগ ফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
চবির ‘সি’ ইউনিটে ৪ ভাগের ৩ ভাগ ফেল ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৯ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯৫৮ জন ফেল করেছেন।

যা শতকরা ৭৫ দশমিক ৪৫ শতাংশ।  

শনিবার (২০ আগস্ট) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী।

 

এছাড়া পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। শতকরা পাসের হার ২৪ দশমিক ৫৫ শতাংশ।  
‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ১১ হাজার ৬০ ভর্তিচ্ছু। তবে শুক্রবার (১৯ আগস্ট) পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।