ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ১৯ হাজার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ১৯ হাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ১৯ হাজার ৫৮০ শিক্ষার্থী ফেল করেছেন।

যা শতকরা ৬১ দশমিক ৩২ শতাংশ।  

শনিবার (২০ আগস্ট) বিকেলে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের কাছে ফলাফল হস্তান্তর করেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও চবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন।

 

এছাড়া ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ৫৬৯ জন। যা শতকরা ৩৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগে গত ১৬ আগস্ট দুই শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩৩ হাজার ১৪৯ জন শিক্ষার্থী।

‘এ’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন বাংলানিউজকে বলেন, নির্ভুলভাবে ফলাফল তৈরি করতে কিছুটা সময় লেগেছে। সব প্রক্রিয়া শেষ করে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।